Posts

নবম শ্রেণীর ৩০ দিনের অ্যাসইমেন্টের জন্য সংক্ষিপ্ত সিলেবাস

Image
  কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনে র সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। ১ নভেম্বর থেকে সংক্ষিপ্ত এই সিলেবাস বাস্তবায়ন করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে। সকল বিষয়  একসাথে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন পৃথকভাবে,  শুধু বাংলা ও ইংরেজী বিষয়ের সিলেবাস  ➤  Download শুধু গণিত বিষয়ের সিলেবাস ➤  Download শুধু পদার্থ বিজ্ঞান বিষয়ের সিলেবাস  ➤  Download শুধু রসায়ন বিষয়ের সিলেবাস ➤  Download ব্যবসায় শিক্ষা শাখার বিজ্ঞান  বিষয়ের সিলেবাস  ➤  Download   [বি.দ্র: উচ্চতর গণিত বিষয়ে কোন সিলেবাস প্রকাশ করা হয় নি] PDF File ওপেন হতে কোন সমস্যা হলে কিংবা মোবাইলে এই ফাইলগুলি সাপোর্ট না করলে  প্লে স্টোর থেকে যেকোন  PDF Reader নামিয়ে নিন।

[Proof] বুলেট সাজেশনের প্রশ্ন কমনের স্ক্রীনশট!!! SSC 2020 Chemistry ♥ সিলেট বোর্ড

Image
সদ্য সমাপ্ত এস.এস.সি পরিক্ষা রসায়ন বিষয়ে রচিত বুলেট সাজেশনের সর্বোচ্চ প্রশ্ন কমনের ক্রিনশট! সকল পৃষ্ঠা একসাথে ডাউনলোড করুন এখানে PDF [মূল সাজেশন এখানে ] অথবা  ছবি   ↓↓↓

উচ্চতর গণিত অধ্যায় সাজেশন ♦ SSC 2020

উচ্চতর গণিত ভেরি ভেরি সর্ট সাজেশন (সেট-১) ক-বিভাগ (বীজগণিত) ✪✪✪ ফাংশন  ✪✪✪ সূচক ✪✪✪ দ্বিপদী বিস্তৃতি [✰✰ অসীম ধারা] খ-বিভাগ ✪✪✪ ভেক্টর ✪✪✪ স্থানাঙ্ক জ্যামিতি (সরল রেখা) ✪✪✪ অধ্যায় ৩ [✰✰ জ্যামিতি অঙ্কন] গ-বিভাগ ✪✪✪ সম্ভাবনা (মুদ্রা, যাতায়াত) ✪✪✪ ত্রিকোনমিতি (শুধু বোর্ড) MCQ প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে। তবে নিচের টপিক থেকে প্রশ্ন থাকবেই সর্বাধিক সংখ্যায়↓↓↓ ☞ ডোমেইন রেঞ্জ ☞ সম্ভাবনা (মুদ্রা-ছক্কা, বল বা মার্বেল,2n) ☞ দ্বিঘাত সমীকরণ ( নিশ্চায়ক, মূল ও এদের প্রকৃতি, a,b,c এর মান ও এদের মধ্যে সম্পর্ক) ☞ স্থানাঙ্ক জ্যামিতি ( সরল রেখা ex: ছেদ বিন্দু, অঙ্কের সাথে কোণ, ঢাল, সমান্তরাল ও লম্ব রেখা, অক্ষ হতে দূরবর্তী বা এর সমান্তরাল রেখা, মূলবিন্দুগামী etc) ☞ ত্রিকোনমিতিক অনুপাতের মান বা থিটার মান (Cos, Sin, tan(π±x) etc), ত্রিভূজের বাহুর মান ও কোণ। ☞ জ্যামিতি → অধ্যায় ৩ (ভরকেন্দ্র ও মধ্যমার মধ্যে সম্পর্ক ও অনুপাত, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ও  পরিব্যাসার্ধের সম্পর্ক) → পীথাগোরাসের সূত্রের বর্ধিত রূপ, লস্ব অভিক্ষেপ, এ্যাপোরোনিয়াস

[Proof] বুলেট সাজেশনের প্রশ্ন কমনের স্ক্রীনশট!!! SSC 2020 Physics ♦ সিলেট বোর্ড

Image
বুলেট সাজেশন (পদার্থ বিজ্ঞান) স্ক্রীটশটসহ সব পেইজ একসাথে (PDF): Download [মূল সাজেশনঃ  এখানে] অথবা   Images↓↓↓

Bullet Suggestion ♦ SCC 2020 PHYSICS

Bullet Suggestion ♥ Physics ✔ SSC-2020 Download  

Bullet Suggestion ♦ এস.এস.সি ২০২০ (রসায়ন) | সর্বাধিক কমনের সর্বোচ্চ নিশ্চয়তা

Image
Download the suggestion as PDF

পদার্থ বিজ্ঞান SSC | আলোর প্রতিফলন- অধ্যায় ৮ম ♦ Bullet Sheet

Image
[সংশোধিত]